ধূমকেতু প্রতিবেদক, পাবনা : পাবনা সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় চালকসহ অন্তত ৩৫ জন আহত হয়েছে।
শুক্রবার (২৪ জুন) দুপুরে সদরের টেবুনিয়া ও জালালপুর বাজারে এ দুর্ঘটনা দুটি ঘটে।
পুলিশ জানায়, দুপুর দেড়টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কের জালালপুর বাজারে ঢাকা থেকে পাবনাগামী যাত্রীবাহী সি-লাইন বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী রয়েল ডাচ বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই বাস চালকসহ অন্তত ২৫ জন যাত্রী আহত হয়। ভ্যানচালককে বাঁচাতে গিয়ে এই দূর্ঘটনা বলে জানিয়েছে পুলিশ। খবর পেয়ে হাইওয়ে পুলিশ স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে।
অপরদিকে, দুপুর একটার দিকে পাবনা-ঈশ্বরদী মহাসড়কের টেবুনিয়া নামক স্থানে দুই ট্রাকে মুখোমুখি সংঘর্ষে দুই চালক ও হেলপারসহ ৫ জন আহত হয়। তাদেরকেও পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।