ধূমকেতু প্রতিবেদক, পোরশা : ভারতে বিজেপি সরকারের দুইজন মূখপাত্র কতৃক মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) ও আয়েশা সিদ্দিকা (রাঃ)কে অবমাননাকর কটুক্তির প্রতিবাদে নওগাঁর পোরশায় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৬ জুন) বিকালে সরাইগাছি কাতিপুর কালিনগর হাইস্কুল মাঠে উপজেলা কওমী মাদ্রাসা গুলির জোট এর আয়োজনে উপজেলার বিভিন্ন মাদ্সার সহ¯্রাধীক ছাত্র, শিক্ষক ও ধর্মপ্রাণ মুসলিম জনতা দলমত নির্বিশেষে ওই সমাবেশে অংশ গ্রহন করেন।
সমাবেশে সভাপতিত্ব করেন, হাফেজ মাও: আব্দুল হক শাহ্। সমাবেশে বক্তব্য রাখেন, মাও: মুফতি মোস্তাফিজুর রহমান, দারুন নাঈম মাদ্রাসার মোহতামিম মাওঃ ফজলুল হক শাহ্ চৌধুরী ও মোহাদ্দিস মাও: তরিকুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, সোমনগর দেউপুরা মাদ্সার মোহতামিম মাও: আব্দুল কুদ্দুস, মাও: মোবারক আলী, মাও: হাবিবুর রহমান, মাও: হাফিজুর রহমান, মাও: আবু বক্কার সিদ্দিক, মাও: মিজানুর রহমান প্রমুখ।
সমাবেশে বক্তাগণ মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) ও মা আয়েশা সিদ্দিকা (রাঃ) এর বিরুদ্ধে কটুক্তিকারী ভারতের বিজেপি’র দুই মূখপাত্র নুপুর শর্মা ও নাভিন জিনদালের বিচারের দাবি জানান।