ধূমকেতু প্রতিবেদক, লালপুর : নাটোরের লালপুরে পদ্মা নদীর নৌকা ঘাটের দখল নিয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে আট জন আহত হয়েছে।
রোববার (২৬ জুন) দুপুরে উপজেলার লালপুর কলোনীতে স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর ও তার প্রতিদন্দ্বী প্রার্থী আমিরুল ইসলাম আমবুর সমর্থকদের মাঝে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতরা হলো, সেন্টু (৩৭), আমিরুল ইসলাম ওরফে আমবু (৩৫), শামীম (৩৮), বিল্পব (৩৫), বকুল (৪০), খাইরুল (৪৫), রিফাত (১৭), ঝন্টু (৩৩)।
স্থানীয়রা তাদের আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে বকুল ও আমিরুলের অবস্থা আংশকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
এছাড়া অন্যরা লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধী রয়েছে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ারুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ঘটনায় চার জনকে আটক করা হয়েছে, বর্তমান এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।