ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ জুন) সকালে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের শেরপুর গ্রামে বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) ডাসকোর আই ডাব্লুউ ইটি প্রকল্প আয়োজিত এ মাঠ দিবসে প্রধান অতিথি ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার।
বিশেষ অতিথি ছিলেন, বিএমডিএ, গোমস্তাপুর জোনের সহকারী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান।
বক্তব্য রাখেন, সংস্থার প্রকল্প ব্যবস্থাপক শহিদুল ইসলাম, এডমিন ও ফিন্যান্স অফিসার কামাল বারুদ ও আমচাষী তৈমুরআলী।
এসময় উপস্থিত ছিলেন, কৃষি কর্মকর্তা সেরাজুল ইসলাম ও ইব্রাহিম।
মাঠদিবসে জানান হয়, বরেন্দ্র অঞ্চলের ভূগর্ভস্থ পানির অপচয় রোধে করে অতিঘন পদ্ধতি ব্যবহার করে একজন কৃষক পানি সাশ্রয়ের মাধ্যমে আমচাষ করে অধিক ফলন করতে পারবেন।