ধূমকেতু প্রতিবেদক, লালপুর : নাটোরের লালপুরে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ জুন) উপজেলা অডিটোরিয়ামে লালপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নাটোরের সহযোগিতায় দিনব্যাপি এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা সুলতানার সভাপতিত্বে ও তথ্য কর্মকর্তা শুকরানা আশরাফীর সঞ্চালনায় কর্মশালায় উপস্থিত ছিলেন, লালপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ইসাহাক আলী, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর নাটোরের উপ-পরিচালক মোহাম্মদ লুৎফর রহমান, পরিদর্শক ক-সার্কেল এস এম এলতাস উদ্দিন।
আরও উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ারুল ইসলাম চৌধুরী, লালপুর থানার উপ-পরিদর্শক আব্দুল আলিমসহ বিভিন্ন দপ্তর প্রধান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার দেড় শতাধিক ব্যক্তি।