ধূমকেতু প্রতিবেদক, রায়গঞ্জ : সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার বিভিন্ন নিম্নাঞ্চলের খালবিল ও নদী নালা থেকে নামতে শুরু করেছে বন্যার পানি। রায়গঞ্জের নিম্নাঞ্চলের মানুষ প্রতি বছরই কমবেশি এমন বন্যার দেখা পেলেও দীর্ঘ ২২ বছরেও বন্যার দেখা নেই রায়গঞ্জের পূর্বাঞ্চল কিছু এলাকায়।
নিম্নাঞ্চলের মানুষগুলো সাময়িকভাবে কষ্টের সিকার হলেও প্রতি বছর কমবেশি বন্যার কারনে ডোবা-নালা ও নদীতে পাচ্ছে প্রচুর দেশীয় জাতের মাছ। আর এমন দেশীয় সাদের মাছ থেকে বঞ্চিত হচ্ছে রায়গঞ্জের পূর্বাঞ্চলের কিছু উচু এলাকার মানুষেরা।
তথ্য সূত্রে জানা যায়, উজানে ভারী বৃষ্টিপাত হওয়ার কারণেই দেখা দিয়ে ছিল এমন বন্যা। তবে ইতিমধ্যেই কমতে শুরু করেছে বন্যার পানি। নিম্নাঞ্চল থেকে পানি ধীরে ধীরে নামতেও শুরু করেছে। তবে এই পানি আবার বাড়তে পারে বলে ধরণা করছেন অনেকেই। তবে এই পানি আবার বাড়লে বিপাকে পড়তে পারেন রোপা ধানের চারা লাগানো নিয়ে। ফলে নিম্নাঞ্চলের সাধারণ কৃষকদের মাঝে দেখা দিয়েছে রোপা আমন ধানের চারা লাগানোর হতাশা।
এদিকে নিম্নাঞলের নদী-নালা ও জমি থেকে বন্যার পানি নামতেই বাড়ি বাড়ি চলছে মাছ ধরার ধূম। এমনকি কেউ কেউ বিভিন্ন হাট-বাজারেও বিক্রি করছেন বন্যার পানিতে মারা দেশীয় জাতের বিভিন্ন ধরনের মাছ।
এদিকে উপজেলার গ্রামপাঙ্গাসী গ্রামের বেশ কয়েকজন প্রবীন ব্যাক্তি বলেন, আমাদের এলাকায় কোনো বন্যা না হলেও সিলেট, সুনামগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকার পাশাপাশি রায়গঞ্জের নিম্নাঞ্চলেও দেখা দিয়েছে এমন বন্যা। ফলে নিম্নাঞ্চলের মানুষদের দেখা গেছে ছোট ছোট শ্যালোমেশিনের নৌকায় পারাপার হতে। তবে যাতায়াতের সাময়িক অসুবিধা হলেও আতংকিত হওয়ার কোনো কারণ নেই বলছেন উপজেলার সচেতন মহল।