ধূমকেতু প্রতিবেদক, বেলকুচি : সিরাজগঞ্জের বেলকুচিতে পৌর ১ ২ ৩ নং ওয়ার্ডে সমাজভিত্তিক শিশু সুরক্ষা কমিটি (সিবিসিপিসি) গঠন করা হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন সমাজসেবা অধিদফতর বেলকুচি কর্তৃক পরিচালিত চাইল্ড সেনসিটিভ সোশ্যাল প্রটেকশন ইন বাংলাদেশ (সিএসপিবি) প্রকল্প, ফেইজ-২ এর আওতায় শিশুর প্রতি নির্যাতন ও সহিংসতা বন্ধের সকল সুবিধাবঞ্চিত শিশুর সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে শিশু সুরক্ষা কমিটি (সিবিসিপিসি) গঠন করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জুন) বিকালে বেলকুচি শিশু একাডেমির হল রুমে শিশু সুরক্ষা কমিটি (সিবিসিপিসি) গঠন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বেলকুচি শিশু একাডেমির প্রধান শিক্ষক মাহমুদুল হাসান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা সমাজ সেবা অফিসার দেবাশীষ কুমার ঘোষ।
প্রধান অতিথির বক্তব্যে সমাজ সেবা কর্মকর্তা সমাজের অবহেলিত শিশুদের জন্য বিশেষ করে এতিম শিশুদের জন্য সরকারের পক্ষ থেকে যে বিশেষ সুযোগ সুবিধা আছে তা কমিটির সকলকে অবগথ করে বলেন, সমাজের এতিম শিশুদের জন্য “শিশু পরিবার” নামে একটি প্রতিষ্ঠান রয়েছে যেখানে সমাজের এতিম শিশুদের জন্য বিনামূল্যে থাকা, পড়াশোনা সহ সকল ধরনের সুন্দর সুব্যবস্থা রয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, বেলকুচি পৌরসভা ১,২,৩ নংওয়ার্ডে মহিলা কাউন্সিলর প্যানেল মেয়র স্বর্ণা পারভীন, ইউনিয়ন সমাজকমী মোস্তাফিজুর রহমান, ইউনিয়ন সমাজকমী ফেরদৌস হাসানসহ কমিটির সকল সদস্যবৃন্দ।