ধূমকেতু প্রতিবেদক, জয়পুরহাট : আগামী ২৭ শে জুলাই আসন্ন জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভা নির্বাচনে মোট ৭৭ জন পুরুষ ও মহিলা কামিশনার ও মেয়র পদে নির্বাচনে ইচ্ছুক প্রার্থীগণরা মনোনয়ন জমা দিয়েছেন।
এরমধ্যে মেয়র পদে ৮ জন, পুরুষ কমিশনার ৫২ জন ও মহিলা কমিশনার পদে ১৭ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
পাঁচবিবি উপজেলা নির্বাচন অফিসার শহিদুল ইসলাম জানান, আসন্ন পৌর নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল ২৮ জুন, প্রার্থীদের মনোনয়ন পত্র যাচাই-বাছাই করা হবে ৩০ জুন, প্রার্থীতা প্রত্যাহার করা যাবে আগামী ৭ জুলাই এবং প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে আগামী ৮ জুলাই।
তিনি আরও জানান, এবার পাঁচবিবি পৌরসভায় নতুন ভোটারসহ মোট নারী-পুরুষ ভোটার সংখ্যা ২১,০৯১ জন।