ধূমকেতু প্রতিবেদক, রায়গঞ্জ : সিরাজগঞ্জের রায়গঞ্জে ২০২১-২২ অর্থ বছরের খরিফ-২/২০২২ মৌসুমে রোপা আমন ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় উপকার ভোগীদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
মুজিব বর্ষের অঙ্গীকার, কৃষি হবে দুর্বার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে, বুধবার (২৯ জুন) সকাল ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার তৃপ্তি কণা মন্ডলের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপসহকারী কৃষি কর্মকর্তা জহুরুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম।
বিনামূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. ইমরুল হোসেন তালুকদার ইমন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান নিষ্কৃতি রানী দাস, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মমিনুল ইসলাম, দেলোয়ার হোসেন, রায়গঞ্জ প্রেসক্লাব সভাপতি টি.এম কামরুজ্জামান লাবু, রায়গঞ্জ উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মামুনর রশিদ, উপসহকারী কৃষি কর্মকর্তা মাহবুবুর রহমান, শেখ সাদী সহ উপজেলা কৃষি অফিসের সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
সভা শেষে উপজেলার ৯ টি ইউনিয়ন ও একটি পৌরসভার ২ হাজার উপকার ভোগীদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়।
অপরদিকে, ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ-II (এনএটিপি-২) প্রকল্পের আওতায় সিআইজি কৃষকদের মাঝে এআইএফ-২ ম্যাচিং গ্রান্টের ৭০% ভর্তুকি মূল্যে ৬ জন কৃষকের মাঝে ৬টি পাওয়ার টিলার বিতরণ করা হয়। সেই সাথে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ জাতীয় ফল মেলার উদ্বোধন করেন।