ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে পর্যটন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ জুন) উপজেলা পরিষদ সভাকক্ষে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সহায়তায় আয়োজিত এ কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা খাতুন।
প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন রেজা, উপজেলা ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নুহু, উপজেলা প্রকৌশলী এলজিইডি সুলতানুল ইমাম,উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ কাওসার আলী প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা খাতুন, রহনপুর পৌরসভার প্যানেল মেয়র জাহানারা পারভীনসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সাংবাদিকরা।
কর্মশালায় উপজেলার সম্ভাব্য বিভিন্নস্থানে পর্যটন কেন্দ্র গড়ে তোলার বিষয়ে মতামত প্রদান করেন কর্মশালায় অংশ নেয়া ব্যক্তিবর্গরা।