ধূমকেতু প্রতিবেদক : নাটোরে দুইটি বিদেশী পিস্তলসহ অস্ত্র ব্যবসায়ী রজন আলী (২৩) কে গ্রেপ্তার করেছে র্যাব-৫।
মঙ্গলবার (২৮ জুন) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে নাটোর জেলার সদর থানাধীন বনবেল ঘড়িয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত রজন আলী রাজশাহীর শাহমখদুম থানাধীন আলিফ মিম ভাটারমোড় এলাকার কেতাব আলীর ছেলে।
র্যাব-৫ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, মঙ্গলবার (২৮ জুন) ১৯.৩০ ঘটিকায় নাটোর জেলার সদর থানাধীন বনবেল ঘড়িয়া পশ্চিম বাইপাস মোড়স্থ এলাকায় অভিযান চালিয়ে দুইটি বিদেশী পিস্তল, ২টি ম্যাগজিন ও ২ রাউন্ড গুলিসহ রজন আলী (২৩)কে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছে থাকা নগদ- ৪,০০০/-টাকা জব্দ করা হয়।
র্যাব-৫ আরও জানায়, উক্ত আসামীর বিরুদ্ধে নাটোর জেলার নাটোর সদর থানায় ঞযব অৎসং অপঃ ১৮৭৮ এর ১৯(অ)/১৯ভ ধারায় মামলা রুজু করা হয়।