ধূমকেতু প্রতিবেদক, সুজানগর : রোপা আমন ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে ২০২১-২০২২ অর্থ বছরে এবং খরিপ-২/ ২০২২-২০২৩ মৌসুমে সুজানগর পৌরসভাসহ উপজেলার আটশত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক-কৃষাণীর মাঝে বিনামূল্যে বীজ ও সার সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুন) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার রওশন আলীর সভাপতিত্বে ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহরিয়ার আহমেদ এর সঞ্চালনায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন।
স্বাগত বক্তব্য দেন, সুজানগর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাফিউল ইসলাম।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাফিউল ইসলাম জানান, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এবং কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার আটশত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক-কৃষাণীর মাঝে বিনামূল্যে এ বীজ ও সার সার বিতরণ করা হচ্ছে। প্রতিটি কৃষক-কৃষাণী রোপা আমন ধানের বীজ পাঁচ কেজি, ডিএপি সার ১০ কেজি এবং এমওপি সার ১০ কেজি করে পাবেন বলেও জানান তিনি।