ধূমকেতু প্রতিবেদক, শাহজাদপুর : জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশ বিশ্বের বুকে পরিচিত। নানা ধরনের সমস্যায় জর্জরিত এদেশ, বর্তমানে অন্যতম একটি সমস্যা হলো ট্রাফিক জ্যাম বা যানজট।
এদেশের বিভিন্ন শহরে যানজট দেখা দিলেও রাজধানী শহর ঢাকায় তা মারাত্মক আকার ধারণ করেছে বিশেষ করে ইদ যাত্রায় রাজধানী থেকে বাড়ি আসা এবং কর্মক্ষেত্রের জন্য রাজধানী তে ফিরে যাওয়া। যানজটের তীব্রতায় অতিষ্ঠ হয়ে ঢাকা শহরের অধিবাসীরা চরম দুর্ভোগের শিকার। রাজধানীর গতিময় যান্ত্রিক জীবন থমকে দাঁড়ায় যানজটের কারণে।
গত ৭ জুলাই বাংলাদেশ রেওলয়েতে ঢাকা বিমানবন্দর স্টেশন থেকে উত্তরবঙ্গের উদ্দেশ্যে ছেড়ে আসা সকল ধরনের ট্রেনের ছিল যাত্রীদের উপচেপড়া ভীর ভীতরে ছিল না কোন ধরনের সুই ঢুকানোর মত জায়গা সেই সাথে অনেকে তীব্র গরমের কারনে নানা ধরনের শারীরিক সমস্যায় পড়েছে।
শেষ পর্যায়ে বিমানবন্দর স্টেশনে থাকা সহ কমলাপুর স্টেশন থেকে ভিতরে আসা অনেক যাত্রীই শেষ আশ্রয় স্থল হিসাবে ট্রেনের ছাদে জীবনের যুকি নিয় যাত্রা করে।
বাংলাদেশ সৈনিকের একজন কর্মকর্তা রাশেদ আলম জানায়, সে চট্রগ্রাম হতে রাজশাহীর কোন ধরনের বাসের টিকিট না পেয়ে ঢাকার বিমান বন্দর রেলওয়ে স্টেশনে অবস্থান করে বাস যোগে সিল্কসিটি এক্সপ্রেসে যাত্রার জন্য কিন্তু ভীতরে কোন ধরনের জায়গা না পেয়ে অবশেষে জীবনের ঝুকি নিয়ে ট্রেনের ছাদে যাত্রা করার সিদ্ধান্ত নেয়।
সে বলে, শীঘ্রই এই যানজট থেকে বের হতে হবে।