ধূমকেতু প্রতিবেদক, রাণীনগর : নওগাঁর রাণীনগর থানা পুলিশ অভিযান চালিয়ে হেরোইনসহ আসাদুল (৪৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এছাড়া একই রাতে একটি বিস্কুট ফ্যাক্টরিতে চুরি করে পালানোর সময় স্থানীয় জনতা চোরাইকৃত মালামালসহ মিঠু হোসেন (২৯) ও হেলাল উদ্দীন (৩৫) নামে দুইজনকে আটক করে পুলিশে দিয়েছে।
আটককৃতদের বিরুদ্ধে মামলা রুজু করে মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে।
রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, সোমবার রাত আনুমানিক সোয়া আটটা নাগাদ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পূর্ব বালুভরা গ্রামে অভিযান চালিয়ে ওই গ্রামের আফজাল হোসেনের ছেলে আসাদুল ইসলামকে এক গ্রাম হেরোইনসহ আটক করে। এছাড়া একই দিনগত গভীর রাতে উপজেলা সদরের রেল ষ্টেশন এলাকায় একটি বিস্কুট ফ্যাক্টরিতে চুরি করে পালানোর সময় স্থানীয় জনতা চুরির বেশ কিছু মালামালসহ মিটু হোসেন ও হেলাল উদ্দীনকে আটক করে পুলিশে সোর্পদ করে।
তিনি আরও বলেন, আটক মিঠু সদর বাজারের আলেফ হোসেনের ছেলে এবং হেলাল উদ্দীন পশ্চিম বালুভরা গ্রামের ছলিম উদ্দীনের ছেলে। এঘটনায় ফ্যাক্টরির মালিক সাইফুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেছেন।