ধূমকেতু প্রতিবেদক, নন্দীগ্রাম : বগুড়ার নন্দীগ্রামে ঢেউটিন বিতরণ করলেন বগুড়া-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন।
বৃহস্পতিবার (১৪ জুলাই) বেলা সাড়ে ১২ টায় উপজেলা অডিটরিয়ামে এডিপির অর্থায়নে ৩৯ বান্ডিল ঢেউটিন, ৩৮ টি স্প্রে মেশিন, ১৬ টি হুইল চেয়ার, ৭১ টি ফুটবল ও ২০ টি ভলিবল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, পৌর বিএনপির সভাপতি আলেকজান্ডার, সাধারণ সম্পাদক শফিউল আলম সুমন, বিএনপি নেতা আব্দুল হাকিম।
আরও উপস্থিত ছিলেন, হাসেম আলী, আবুল কালাম আজাদ, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রউফ রুবেল ও উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা প্রমুখ।