ধূমকেতু প্রতিবেদক, পোরশা : নওগাঁ পোরশায় ১৬ বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) নওগাঁ ব্যাটালিয়ন এর আয়োজনে বৃক্ষরোপন অভিযান শুরু করা হয়েছে।
১৬ বিজিবি’র অধিনায়ক কর্নেল আসাদুজ্জামান পিএসসি’র তত্বাবধানে ও নেতৃত্বে নওগাঁ জেলায় ৩ লক্ষ বৃক্ষরোপনের অংশ হিসাবে রোববার (১৭ জুলাই) দুপুরে উপজেলার নিতপুর বিষ্ণপুর বটতলি এলাকায় একটি বনজ বৃক্ষরোপনের মাধ্যমে এ অভিযান শুরুর সূচনা করেন নিতপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এনামুল হক।
এসময় উপস্থিত ছিলেন, বিভিসন ১৬ বিজিবি কোম্পানি কমান্ডার সুবেদার আসলাম, ১৬ বিজিবি আদাতলা কোম্পানি কমান্ডার নুরুল ইসলাম, ১৬ বিজিবি নিতপুর কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার আলমগীর হোসেন।
আরও উপস্থিত ছিলেন, নিতপুর ইউপি ২নং ওয়ার্ড সদস্য জাহিদুল ইসলাম, ৩নং ওয়ার্ড সদস্য এসতোফা, ৫নং ওয়ার্ড সদস্য আকবর আলী লায়লা ও ৬নং ওয়ার্ড মাইদুর ইসলামসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় এ উপজেলায় ১ লাখ বনজ চারা রোপন করা হবে বলে সংশ্লিষ্টরা জানান।