ধূমকেতু প্রতিবেদক, আত্রাই : নওগাঁর আত্রাইয়ে আন্ত:জেলা গরুচোর চক্রের ৩ চোরকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলো বগুড়ার আদমদীঘি উপজেলার শান্তাহার ইয়ার্ডকলোনীর মৃত মোমিন মন্ডলের ছেলে জাবেদ মন্ডল (২৬), নাহিদ মন্ডল (২০) ও একই মহল্লার সেলিম খানের ছেলে জয় খান (২৫)।
জানা যায়, গত শনিবার বেলা ২ টার দিকে আত্রাই-নওগাঁ পাকা সড়কের উপজেলার রসুলপুর নামক স্থান থেকে গরুর একটি এড়ে বাছুর সিএনজিতে করে নিয়ে যেতে লাগে। বিষয়টি টের পেয় স্থানীয় গৃহবধূ শিউলি বেগম বাধা দিলে তারা তাকে সিএনজির ধাক্কা দিয়ে আহত করে চলে যায়। পরে গরুর মালিক বিমান সরদার মোটরসাইকেল নিয়ে তাদের ধাওয়া করে রাণীনগর উপজেলার বেতগাড়ি বাজারে আটকানোর চেষ্টা করে। এ সময় মোটরসাইকেলটিকেও ধাক্কা দিয়ে তারা সিএনজি নিয়ে পালানোর চেষ্টা করে। পরে স্থানীয় লোকজন তাদের আটক করেন। এদিকে গরুর বাছুরসহ আটককৃতদের উপজেলার রসুলপুর নিয়ে আসার পর তাদেরকে পুলিশে সোপর্দ করেন।
আত্রাই থানার ওসি তারেকুর রহমান বলেন, এরা আন্ত:জেলা গরুচোর চক্রের সক্রিয় সদস্য। এলাকার অন্যান্য গরুচুরির সাথে তাদের সম্পৃক্তা আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। এ ব্যাপারে আত্রাই থানায় একটি মামলা হয়েছে। রোববার আটককৃতদের নওগাঁ জেল হাজতে পাঠানো হয়েছে।