ধূমকেতু প্রতিবেদক, লালপুর : নাটোরের লালপুর উপজেলার সাদিপুর গ্রাম এলাকায় অভিযান চালিয়ে ১৫০ বোতল ফেন্সিডিল সহ দুই যুবককে আটক করেছে র্যাব।
আটককৃতরা হলো রাজশাহী জেলার বাঘা থানা এলাকার পাকুরিয়া গ্রামের খোদা বকস এর ছেলে রাকিবুল হাসান (২৬) এবং মনিগ্রামের আব্দুল বারিকের ছেলে রতন আলী (২৮)।
র্যাব-৫ সিপিসি-২ এর নাটোর ক্যাম্প বুধবার এক প্রেস বিজ্ঞপ্তি জানায়, মঙ্গলবার দিবাগত রাত ১১ টার দিকে কোম্পানী অধিনায়ক, অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন এবং উপ-অধিনায়ক রফিকুল ইসলাম এর নেতৃত্বে উপজেলার ওই এলাকায় অভিযান চালিয়ে ১৫০ বোতল ফেন্সিডিল সহ তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ফেন্সিডল ছাড়াও একটি মোটরসাইকেল, দুটি মোবাইল ও চারটি সিম উদ্ধার করা হয়। এ বিষয়ে বুধবার লালপুর থানায় মামলা হয়েছে।