ধূমকেতু প্রতিবেদক, সাপাহার : নওগাঁর সাপাহার উপজেলার তিলনা ইউনিয়নের নারায়নপুর গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে রাতের অন্ধকারে এক নার্সারী মালিকের বাগানের প্রায় শতাধীক আম গাছ কেটে ফেলেছে দূর্বৃত্বরা।
ভুক্তভোগী নারায়ন পুর গ্রামের বাসিন্দা নার্সারী মালিক ইসমাইল হোসেন জানান, নারায়নপুর মৌজায় অবস্থিত তার পৌনে ১ বিঘা জমিতে প্রায় ১০০টি আম্রুপালী আম গাছ লাগিয়ে তিনি বাগান তৈরী করেছিলেন। ঘটনার দিন গত বৃহস্পতিবার দিবাগত রাতে পূর্ব শক্রুতার জের ধরে দূর্বৃত্তরা তার গাছ গুলো কেটে জমিতে ফেলে রেখে যায়। এতে ওই নার্সারী মালিকের প্রায় ৩০/৪০ হাজার টাকার ক্ষতি হয়েছে।
তিনি জানান, বৃহস্পতিবার বিকেলে ওই গ্রামের জৈনক ব্যক্তির দুটি গরু তার বাগানের আমগাছ খায়। গরু দুটি ধরে তার ছেলে সোয়ায়েব হোসেন পাশের গ্রামে খোয়াড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলে পথে গরুর মালিকগণ দলবদ্ধ হয়ে তার পথ রোধ করে তাকে মারপিট করে ও একটি গরু ছিনিয়ে নিয়ে যায়।
তিনি আরও জানান, এই ঘটনার জের ধরে তারা হয়ত ওই বাগানের আম গাছ গুলো কেটে ফেলতে পারে বলে বাগান মালিক ইসমাইল হোসেন ধারনা করছেন। এ বিষয়ে জড়িতদের বিরুদ্ধে তিনি আদালতে মামলা দায়ের করবেন বলে ক্ষতিগ্রস্থ বাগান মালিক জানান।