ধূমকেতু প্রতিবেদক, ফুলবাড়ী : দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উদ্যাপন কর্মসূচী নিয়ে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিমিয় সভা অনুষ্ঠিত হয়েছে।
এবারের প্রতিপাদ্য ‘‘নিরাপদ মাছে ভরবো দেশ,বঙ্গবন্ধুর বাংলাদেশ’’ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে গত (২৩ জুলাই) শনিবার (২৩ জুলাই) বেলা ১১ টায় উপজেলা নির্বাহী অফিসারের কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মৎস্য কমিটির সভাপতি রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি শামীমা আখতার জাহান।
এতে মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মাজনুন্নাহার মায়া।
সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, ফুলবাড়ী রিপোটার্স ইউনিটির সভাপতি ও ফুলবাড়ী প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি হারুন-উর-রশীদ, ফুলবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম ডিফেন্স, দৈনিক দেশ মা বার্তা সম্পাদক প্লাবন গুপ্ত, রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও ফুলবাড়ী প্রেসক্লাবের প্রচার সম্পাদক আল-হেলাল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ফিজারুল ইসলাম ভুট্টু, মোকাররম হোসেন, সদস্য জাহাঙ্গীর আলম প্রমুখ।
সভায় উপজেলা মৎস্য কর্মকর্তা মাজনুন্নাহার জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করেন।