ধূমকেতু প্রতিবেদক, নন্দীগ্রাম : বগুড়ার নন্দীগ্রাম প্রেসক্লাবের সহ সভাপতি এক্কাবর হোসেন পুটুর পিতা ইসাহক আলী সরকার রোববার (৩১ জুলাই) সকাল ১০টায় রিধইল গ্রামের নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি….. রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী, এক পুত্র ও তিন কন্যাসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। তিনি নন্দীগ্রাম সাব-রেজিস্ট্রি অফিসে দীর্ঘদিন নকলনবিশ হিসেবে কাজ করেছেন।
রোববার বাদ আছর মরহুমের নিজ গ্রামে নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
তাঁর মৃত্যুতে নন্দীগ্রাম প্রেসক্লাবের সভাপতি নাজমুল হুদা ও সাধারণ সম্পাদক মুনিরুজ্জামানসহ সকল সদস্য শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।