ধূমকেতু প্রতিবেদক, পত্নীতলা : নওগাঁর পত্নীতলায় ১৫আগষ্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আওয়ামী লীগের সহ সভাপতি সৈয়দ লতিফুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল গাফফারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, সহ সভাপতি আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক আরাফাত হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক দিলিপ চৌহান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ রাহাদ।
আরও উপস্থিত ছিলেন, মহিলা বিষয়ক সম্পাদক ফাতেমা জিন্না ঝর্না, মহিলা লীগ নেত্রী ও মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, পৌর আওয়ামী লীগের সভাপতি শহিদুল আলম বেন্টুসহ উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের সদস্য ও সকল সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকও আহ্বায়ক, যুগ্ম আহ্বায়কগণ প্রমুখ।