ধূমকেতু প্রতিবেদক, ধামইরহাট : নওগাঁর ধামইরহাটে উপজেলা সমাজসেবা দপ্তরের কারিগরী প্রশিক্ষক এলাকায় বহুল জনপ্রিয় জগন্নাথ চন্দ্র পাল ও ফিল্ড সুপার ভাইজার রফিকুল ইসলামকে অবসর জনিত বিদায় সম্মাননা প্রদান করা হয়েছে। এছাড়াও বদলী জনিত কারণে অফিস সহায়ক মেহেদী হাসানকেও বিদায় সম্মাননা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ আগস্ট) বিকেল ৪ টায় সমাজসেবা কার্যালয়ে সমাজসেবা অফিসার সোহেল রানা অবসরপ্রাপ্ত কর্মচারী ফিল্ড সুপারভাইজার রফিকুল ইসলাম ও কারিগরী প্রশিক্ষক জগন্নাথ চন্দ্র পাল এবং পত্নীতলায় বদলী হওয়ায় অফিস সহায়ক মেহেদী হাসানকে বিদায় সম্মান প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন, সমাজসেবা দপ্তরের উপজেলা সহকারী সমাজসেবা অফিসার এটিএম ফসিউল আলম, ইউনিয়ন সমাজকর্মী শামীম হোসেন, নাজমুল হোসেন, অফিস সহকারী সুজন চন্দ্র দাস, কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষক সাইফুল ইসলাম আবুমুছা স্বপন, অফিস সহায়ক মনোয়ার হোসেন, নৈশ্র প্রহরী আব্দুল বারিক প্রমুখ।
কারিগরী প্রশিক্ষক জগন্নাথ চন্দ্র পাল চলতি বছরের গত ১৫ জুলাই ও ফিল্ড সুপারভাইজার রফিকুল ইসলাম ১০ মার্চে অবসর গ্রহণ করে পিআরএল এ যান। এর আগে অফিস সহায়ক মেহেদী হাসান পত্নীতলা উপজেলা সমাজসেবা দপ্তরে বদলী হোন।