নন্দীগ্রামে সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের কমিটি গঠন
ধূমকেতু প্রতিবেদক, নন্দীগ্রাম : বগুড়ার নন্দীগ্রামে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের ৩১ সদস্য বিশিষ্ঠ উপজেলা কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) বেলা ১২টায় উপজেলা পরিষদ হলরুমে বজলুল হুদার সভাপতিত্বে কমিটি গঠন পূর্বক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ বগুড়া জেলা শাখার আহ্বায়ক সিরাজুল ইসলাম ও যুগ্ম আহ্বায়ক সামছুল আলম।
পরে সর্বসম্মতিক্রমে বজলুল হুদাকে সভাপতি ও কামরুজ্জামানকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের ৩১ সদস্য বিশিষ্ঠ নন্দীগ্রাম উপজেলা শাখার কমিটি গঠন করা হয়।
প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : dhumkatunews20@gmail.com. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news