ধূমকেতু প্রতিবেদক, রায়গঞ্জ : সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জের হাটপাঙ্গাসী এলাকার ইছামতি নদীতে মাছ ধরার সময় নেত্য নামের এক জেলের জালে ধরা পড়েছে অৎভুত আকৃতির একটি ছোট মাছ।
মাছটির সঠিক নাম তাৎক্ষিক ভাবে কেউ কিছু বলতে না পারলেও কেউ বলছেন, অন্ধ মাছ, কেউ বলছেন রকেট মাছ আবার কেউ কেউ বলছেন টাইগার মাছ।
গত কয়েকদিন আহে মাছটি ধরা পড়ার পর উপজেলার স্থানীয় হাটপাঙ্গাসী বাজারে আনলে এক নজর দেখার জন্য উৎসুক জনতা এক নজর দেখার জন্য ভিড় জমান।
মাছটির সারা শরীর বাদামি রং এবং ঘরের কোনায় থাকা শান্ত ব্যাংগের মতো দেখতে। আরেক বিস্ময়কর ব্যাপার হলো মাছটির দু’টি চোখ খুজে পাওয়া যায়নি।
ফলে মাছটিকে অন্ধ মাছ বলেও দাবি করেন অনেকেই। মাছটি দেখতে ছোট এবং অৎভুত হওয়ার কারনে স্থানীয় পতিত একটি ডোবায় অবমুক্ত করা হয়।