ধূমকেতু প্রতিবেদক, ঝালকাঠি : ঝালকাঠির রাজাপুরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় রাজাপুর উপজেলায় সাঁতার প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১২ টায় রাজাপুর উপজেলা পরিষদ পুকুরে প্রতিযোগিতা শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
জেলা ক্রীড়া অফিসার নরেশ গাইনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুজ্জামান।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান খান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জিয়া হায়দার খান লিটন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলক চন্দ্র রায়, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম খান।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন মৃধা, জামাল হোসেন মৃধা, ইউসুফ মৃধা, খলিলুর রহমান, দেবাশীষ ঘরামি দেবু প্রমুখ।
অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন স্কুল, মাদ্রাসার ৪৫ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে। ছেলেদের দুইটি এবং মেয়েদের একটি গ্রুপে ভাগ করা হয়। প্রত্যেক গ্রুপের বুক ও চিত সাঁতারের আয়োজন করে আয়োজক কর্তৃপক্ষ।