ধূমকেতু প্রতিবেদক, পত্নীতলা : নওগাঁর পত্নীতলায় অরাজনৈতিক ও অলাভজনক সামাজিক সংগঠন নজিপুর ফ্রেন্ডস ক্লাব এর অঙ্গ সংগঠন ‘দিবর ফ্রেন্ডস ক্লাব’ এর ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
রোববার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় দিবর ফ্রেন্ডস ক্লাবের আয়োজনে বাঁকরইল স্কুল মাঠে উদযাপন অনুষ্ঠানে কেক কাটা, দোয়া মুনাজাত, আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পরে আগামী এক বছর মেয়াদে তৌফিক হাসানকে সভাপতি ও সঞ্জয়কে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যের নতুন কমিটির অনুমোদন দেন কেন্দ্রীয় কমিটি নজিপুর ফ্রেন্ডস ক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি শাহরিয়ার শান্ত।
এসময় উপস্থিত ছিলেন, যুগ্ম সাধারণ সম্পাদক নিউটন বর্মন সাংগঠনিক সম্পাদ রিফাত সহ অনন্য সদস্যবৃন্দ।
উল্লেখ সংগঠনটি প্রতিষ্ঠা লগ্ন থেকে নজিপুর ফ্রেন্ডস ক্লাবের অধীনে সেচ্ছায় রক্তদান, ফ্রী মেডিকেল ক্যাম্প, গরীব অসহায়দের সহযোগিতা, গরিব মেধাবী ছাত্র / ছাত্রীদের বৃত্তি প্রদান, আর্থিক সহযোগিতা, মাদক বিরোধী প্রচার, বাল্য বিবাহ প্রতিরোধসহ এলাকার বিভিন্ন উন্নয়নে সেচ্ছায় কাজ করে যাচ্ছে বিভিন্ন মহলে প্রশংসিত হয়েছে।