ধূমকেতু প্রতিবেদক, তজুমদ্দিন : ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের নেতৃত্বে এদেশে সকল ধর্মের মানুষে শান্তিপূর্ণভাবে বসবাস করছে। সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনের দেশ বাংলাদেশ। ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে ৭১ এর পরাজিত শক্তি।
শনিবার (১ অক্টোবর) সন্ধ্যায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ তজুমদ্দিন উপজেলা শাখার আয়োজনে উপজেলার শম্ভুপুর ইউনিয়নে ভুবন ঠাকুর শিব মন্দিরে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনে ডিজিটাল প্রযুক্তির ব্যবহারে শারদীয় দুর্গাপূজা মন্ডপে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ১৬ টি পূজা মন্ডপে সিসি ক্যামেরা উদ্বোধন ও সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এমপি শাওন।
উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু রুপন চন্দ্র মজুমদার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিঠুন চন্দ্র শিং এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান মুরাদসহ অন্যান্য নেতৃবৃন্দ।