ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে দৈনিক ডেল্টা টাইমস পত্রিকার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে শনিবার (১ অক্টোবর) সকালে রহনপুর পৌর এলাকার একটি রেস্টুরেন্টে কেক কর্তন ও সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, পত্রিকার প্রতিনিধি এমরান আলী বাবু। প্রধান অতিথি ছিলেন, রহনপুর পৌরসভার মেয়র মতিউর রহমান খাঁন।
বক্তব্য দেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম ও সম্পাদক আসাদুল্লাহ আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন, রহনপুর রিপোর্টাস ক্লাবের সভাপতি নাহিদ ইসলাম, সম্পাদক মনিরুল ইসলাম দোয়েল, গোমস্তাপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি নুর মোহাম্মদ।
আরও উপস্থিত ছিলেন, গোমস্তাপুর মডেল প্রেসক্লাবের সভাপতি আব্দুস সালাম তালুকদার, সম্পাদক সামিরুল ইসলাম, সাংবাদিক শফিকুল ইসলাম, আল মামুন বিশ্বাস, জাকির হোসেন সনি, আজিজুর রহমান ও ব্যবসায়ি মোবারক হোসেন প্রমুখ।