ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দা উপজেলা সদর প্রসাদপুর বাজারে পূবালী ব্যাংক লিমিটেডের ১১১তম উপশাখার উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১২ অক্টোবর) দুপুরে এ উপশাখার উদ্বোধন করেন পূবালী ব্যাংক বগুড়া অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মোহাম্মদ বেল্লাল হোসেন।
ব্যাংকের দেলুয়াবাড়ি শাখার ব্যবস্থাপক মাহমুদুল হাসানের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন, ব্যাংকের বগুড়া আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক ছালামুজ্জামান, প্রিন্সিপাল অফিসার এনামুল হক, প্রসাদপুর বাজার বণিক সমবায় সমিতির সভাপতি আখতারুজ্জামান আল মনসুর, মান্দা প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম, ব্যবসায়ী শরিফুল ইসলাম, হাবিবুর রহমান ও সাদেকুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, কুসুম্বা ইউনিয়নের চেয়ারম্যান নওফেল আলী মণ্ডল, পূবালী ব্যাংক প্রসাদপুর উপশাখার ব্যবস্থাপক আব্দুল আলিম ভূঁইয়া, প্রসাদপুর দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক বাবুল আকতার প্রমুখ।