ধূমকেতু প্রতিবেদক, রাণীনগর : নওগাঁর রাণীনগর থানাপুলিশ পৃথক অভিযান চালিয়ে মাদক মামলার পলাতক আসামী এবং একজন মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে।
এসময় মাদককারবারীর নিকট থেকে ১০ হাজার টাকা মূল্যের নেশা জাতীয় ইনজেকশন উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় মাদক মামলা রুজু করে শুক্রবার (১৪ অক্টোবর) আদালতে প্রেরণ করা হয়েছে।
রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, মাদক বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে উপজেলার পশ্চিম বালুভরা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় শাকিল হোসেন (২৪) কে আটক করা হয়। এসময় শাকিলের নিকট থেকে প্রায় ১০হাজার টাকা মূল্যের নেশা জাতীয় ২০পিস বুপ্রেনরফিন ইনজেকশন উদ্ধার করা হয়। আটক শাকিল পশ্চিম বালুভরা গ্রামের আনারুলের ছেলে। তার বিরুদ্ধে রাতেই মাদক মামলা রুজু করা হয়েছে।
এছাড়া একই রাতে উপজেলার পূর্ব বালুভরা গ্রামের মোসলেম উদ্দীনের ছেলে হাবিবুর রহমান হাব্বু (৩৭) কে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হাব্বুর বিরুদ্ধে মাদক মামলার দুইটি পরোয়ানা ছিল বলে জানিয়েছেন এই কর্মকর্তা।