ধূমকেতু প্রতিবেদক, নওগাঁ : নওগাঁয় পাঁচ দিনব্যাপী ভরতন্যাট্টম ডান্স ও উদয়শঙ্কর ডান্স ষ্টাইল কর্মশালার উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৫ অক্টোবর) নওগাঁ জেলা প্রেসক্লাব এবং সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদ ইন্ডিয়া যৌথ আয়োজনে প্রেসক্লাব মিলনায়তনে এই কর্শালার উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন, জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সভাপতি কায়েস উদ্দিনের সভাপতিত্বে কর্মশালার কনডাক্টর কলকাতার নৃত্য প্রশিক্ষক সুমি সেন কুন্ডু, সাবেক অধ্যক্ষ শরিফুল ইসলাম খান, প্রেসক্লাবের সহ সভাপতি এএসএম রাইহান আলম, সাধারণ সম্পাদক শফিক ছোটন, যুগ্ম সম্পাদক খন্দকার আব্দুর রউফ পাভেলসহ প্রমুখ।
কর্মশালায় স্থানীয় নৃত্যাঞ্জলী একাডেমী, নৃত্য নিকেতন ও নৃত্য রঙ একাডেমীসহ বিভিন্ন নৃত্য প্রতিষ্ঠানের প্রায় ৬০জন প্রশিক্ষনার্থী অংশ নেবে। আগামী ১৯অক্টোবর কর্মশালার সমাপ্ত হবে।
এসময় প্রধান অতিথি বলেন, নৃত্য শরীর চর্চার একটি বিশেষ পদ্ধতিও বটে। তাই নৃত্য শিখলে একদিকে যেমন বিনোদনের চাহিদা পূরণ করে অপরদিকে শরীর চর্চাও হয়। বিশেষ করে শিক্ষার্থীদের নৃত্যের এই প্রশিক্ষণ গ্রহণ করা উচিত। কারণ যে মানুষরা সংস্কৃতির সঙ্গে যুক্ত থাকেন তাদের দ্বারা মন্দ কাজ কম সংঘঠিত হয়।