ধূমকেতু প্রতিবেদক, নাটোর : খাদ্য শস্যের সুরক্ষা কার্যক্রমকে শাণিত করতে জেলায় ইঁদুর নিধন কার্যক্রম শুরু হয়েছে।
রোববার (১৬ অক্টোবর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শামীম আহমেদ।
সভায় মূল বক্তব্য উপস্থাপন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা ড. ইয়াছিন আলী জানান, ২০২০-২১ সালে জেলায় ছয় লাখ ৪৫ হাজার ৬০৮টি এবং ২০২১-২২ সালে নয় লাখ ৭৮ হাজার ৯৯২টি ইঁদুর নিধন করা হয়েছে। চলতি বছরে দশ লক্ষাধিক ইঁদুর নিধনের লক্ষ্য নিয়ে কার্যক্রম শুরু হয়েছে। ইঁদুর আমন ধানের পাঁচ থেকে সাত শতাংশ, গমের আট থেকে ১২ শতাংশ এবং শাকসব্জির চার থেকে পাঁচ শতাংশ ক্ষতি করে। পরিবারের মজুদ খাদ্যও ধ্বংস করে ইঁদুর। ইঁদুর বছরে প্রায় সাত লাখ টন খাদ্য শস্য নষ্ট করে। তাই খাদ্য শস্যের সুরক্ষা প্রদানে ইঁদুর নিধনের কোন বিকল্প নেই। ইঁদুরের হাত থেকে খাদ্য শস্যের সুরক্ষা প্রদানে ১১ অক্টোবর থেকে ১০ নভেম্বর পর্যন্ত জেলার ১৬৪টি কৃষি ব্লকের দায়িত্বরত উপ সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ কৃষক ছাড়াও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের ইঁদুর নিধন কার্যক্রমে উদ্বুদ্ধ করবেন।
সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক নাদিম সারওয়ার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক আব্দুল ওয়াদুদ, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ গোলাম মোস্তফা, জেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ, ১৩ হাজার ইঁদুর নিধন করে আঞ্চলিক পর্যায়ে তৃতীয় স্থান অধিকারী কৃষক মনিরুল ইসলাম প্রমুখ।
এ উপলক্ষে কালেক্টরেট ভবন চত্বরে প্রদর্শিত ষ্টলে ইঁদুর নিধনের কৌশল উপস্থাপন করা হয়। বের করা হয় শোভাযাত্রা।