ধূমকেতু প্রতিবেদক : বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) ক্যাম্পাসের স্কাইলাইট হলে সকাল এগারোটায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর ৫৮তম জন্মবার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১৮ অক্টোবর) সভায় প্রধান অতিথি ছিলেনম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোস্তফা কামাল।
প্রধান অতিথি বলেন, ‘বর্তমান সরকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর স্মৃতি রক্ষার্থে সারাদেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শেখ রাসেল কম্পিউটার ল্যাব স্থাপন করেছে যার সুফল শিক্ষার্থীরা এবং দেশবাসী পেতে শুরু করেছে।’ তিনি বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে শেখ রাসেলের স্মৃতিবিজড়িত গুরুত্বপূর্ণ গ্রন্থসমূহ সংরক্ষণ বিষয়ে গুরুত্বারোপ করেন।
সভায় বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার কর্ণেল মোহাম্মাদ হামিদুল হক, পিএসসি (অব.), ইসিই এবং বিজ্ঞান ও মানবিক অনুষদের ডিন এবং ইইই বিভাগের প্রধান অধ্যাপক ড. কাজী খায়রুল ইসলাম, সিএসই বিভাগের শিক্ষার্থী নশিন আতিয়া এবং ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী সাব্বির রায়হান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিনগণ, বিভাগীয় প্রধানগণ, প্রক্টর, ছাত্র কল্যাণ উপদেষ্টা, অন্যান্য বিভাগের শিক্ষকমন্ডলী, কর্মকর্তা ও কর্মচরীবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলার প্রভাষক, আরিফা সুলতানা। এছাড়া দিবসটি পালন উপলক্ষে বাউয়েট ক্যাম্পাসে বৃক্ষরোপণ এবং বাউয়েট কেন্দ্রীয় মসিজিদে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।