ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : প্রায় এ্যাম্বুলেন্স শুন্য হয়ে পড়া চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অবশেষে একটি এ্যাম্বুলেন্স প্রদান করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
বুধবার (১৯ অক্টোবর) এ্যাম্বুলেন্সটি হাসপাতালে এসে পৌঁছে।
এ প্রসঙ্গে এলাকার সাবেক সাংসদ ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিয়াউর রহমান জানান, বেশ কিছু দিন আগে তিনি স্বাস্থ্যমন্ত্রী ডাঃ জাহিদ মালিককে এ বিষয়ে একটি আবেদন দেন।
তিনি আরও জানান, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সাংসদ ডাঃ সামিল উদ্দিন আহমেদ শিমুল এ বিষয়ে বিশেষ ভূমিকা পালন করেছেন।
এদিকে, হাসপাতালে নতুন এ্যাম্বুলেন্স বরাদ্দ দেওয়ায় তিনি মন্ত্রী, সাংসদ শিমুলকে কৃতজ্ঞতাপূর্ন ধন্যবাদ জ্ঞাপন করেন।
প্রসঙ্গত, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৩টি এ্যাম্বুলেন্স বিকল হয়ে পড়ে থাকায় পাশ্ববর্তী নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি এ্যাম্বুলেন্স দিয়ে কোন রকমে রোগীদের এ সেবা দেওয়া হচ্ছিল।