ধূমকেতু প্রতিবেদক, নওগাঁ : আইন মেনে সড়কে চলি- নিরাপদে ঘরে ফিরি’ স্লোগানে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে নওগাঁয় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ অক্টোবর) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগীতায় জেলা প্রশাসকের চত্বর থেকে শোভাযাত্রা বের হয়।
প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান।
শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নওগাঁ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। সেখানে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সাজেদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রকিবুল হাসান, ডাক্তার আশিষ সরকার, বিআরটিএ’র সহকারী পরিচালক হারুন অর রশিদ, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শরিফুল ইসলাম খান, নিরাপদ সড়ক চাই আন্দোলন নওগাঁর সভাপতি এ.এস.এম রাইহান আলম।
আরও উপস্থিত ছিলেন, পরিবহন মালিক গ্রুপ নওগাঁ জেলার সভাপতি শহিদুল ইসলাম, জেলা ট্রাক পরিবহন মালিক গ্রুপের সভাপতি সালাহ উদ্দিন খান টিপু এবং জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আজহার আলীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ।