রাণীনগরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

ধূমকেতু প্রতিবেদক, রাণীনগর : নওগাঁর রাণীনগরে এক কেজি গাঁজাসহ এলাকার আলোচিত মাদক ব্যবসায়ী আবু বক্কর সিদ্দিক ওরফে খাটো বাবু (৪৮) কে আটক করেছে পুলিশ।

এঘটনায় শনিবার সন্ধায় তার বিরুদ্ধে মাদক মামলা রুজু করে রোববার (২৩ অক্টোবর) আদালতে প্রেরণ করা হয়েছে। আটক বাবু উপজেলার বিশঘড়িয়া গ্রামের মৃত আব্দুস ছামাদের ছেলে।

রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, মাদক ব্যবসায়ী খাটো বাবু বিক্রির উদ্দেশ্যে তার বাড়ীতে গাঁজা রেখেছে। এমন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেল নাগাদ অভিযান পরিচালনা করা হয়। এসময় বাবুর গোয়াল ঘর তল্লাশী করে এক কেজি গাঁজা উদ্ধারসহ তাকে আটক করা হয়। আটক বাবুর বিরুদ্ধে এর আগের শুধু মাদকেরই সাতটি মামলা রয়েছে। তার বিরুদ্ধে মাদক মামলা রুজু করে রোববার আদালতে প্রেরণ করা হয়েছে।

Scroll to Top