ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : নওগাঁর বদলগাছীতে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লেগে একটি পরিবারের নগদ টাকা সহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল পুরে ছাই হয়েগেছে। গ্রামবাসীর অভিযোগ বদলগাছী পল্লী বিদ্যুৎ অফিসের অভিযোগ নম্বরে ফোন দিয়েও কোন কাজ হয়নি। ঘটনাটি ঘটেছে বদলগাছী উপজেলার মথরাপুর ইউপির কদমগাছী গ্রামে।
জানা যায়, উপজেলার মথুরাপুর ইউপির কদমগাছী গ্রামের ওফির উদ্দিন এর ছেলে জুয়েল হোসেন (৩২) এর বাড়ীতে সন্ধ্যা পৌনে ৬টায় হঠাৎ করে তার সয়ন ঘরের ভেতর থেকে ধোঁয়া বের হতে থাকলে স্থানীয় মজনু তা দেখতে পায়। মজনু একই গ্রামের বাবলুকে নিয়ে ঘটনাস্থলে গিয়ে দেখে বাড়ীতে কেউ নেই। সাথেসাথে আগুনের কথা পুরো এলাকায় ছড়িয়ে পরে। বাড়িতে বিদ্যুতের লাইনে কারেন্ট থাকায় কেউ আগুন নিভাতে পারছেনা। সাথেসাথে বদলগাছী পল্লী বিদ্যুৎ অফিসে একাধীকবার ফোন দিলে তা রিসিভ করেনি কেউ বলে জানান গ্রামবাসীরা। পরে শুকনো বাঁশের মাথায় হাসুয়া বেঁধে মিটারের তাঁর কেটে দিয়ে আগুন নেভায় গ্রামবাসীরা।
পরে রাত ৮টায় বিদ্যুৎ অফিসের লোকজন গিয়ে লাইন বিচ্ছিন্ন করে। এসময় বাড়ীর আসবাবপত্র, কাপড়-চোপড় ও নগদ ৫,০০০ টাকাসহ সর্বমোট ৯০ হাজার টাকার মালামাল পুরে ছাই হয়ে যায়।
কদমগাছী গ্রামের মজনু ও বজলু হোসেন সহ প্রতিবেশীরা জানান, জুয়েল হোসেন একজন ক্ষুদ্র চা বিক্রেতা তাঁর বাড়িতে আগুন লেগে সব পুড়ে গেছে। পড়নের কাপড় ছাড়া তার আর কিছুই নেই।

জুয়েল হোসেন জানান, আমি বদলগাছী সদর হাট খোলা বাজারে ক্ষুদ্র একটি চায়ের দোকান করি হঠাৎ সন্ধ্যা সাড়ে ৬টায় আমাকে বাড়ি থেকে ফোন করে জানায় বাড়িতে বিদুতের শর্টসার্কিট থেকে আগুন লেগেছে। খবর পেয়ে আমি বাড়িতে ছুটে আসি এবং দেখি ততক্ষণে নগদ ৫,০০০ হাজার টাকাসহ সমূদয় মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
জুয়েলের বাড়ির পাশেই ইউপি সদস্য রফিকুল ইসলাম (বাবু)’র বাড়ি তবু তিনি একনজর দেখতেও আসেননি।
মথুরাপুর ইউপি চেয়ারম্যান মাসুদ রানা বলেন, জুয়েল আমাকে বিষয়ে অবগত করেছে।
এবিষয়ে পল্লী বিদ্যুৎ অফিসের এক কর্মকর্তা আহসান হাবীব বলেন, লোডশেডিং চলাকালীন সময়ে অভিযোগ নাম্বার বিজি দেখায়। তবে গ্রাহক অভিযোগ করলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।