ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা, গোমস্তাপুর উপজেলা ও রহনপুর পৌর শাখার কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত যৌথ সভায় এ কমিটি গঠন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন, আশরাফুল ইসলাম আশরাফ।
বক্তব্য রাখেন, উপজেলা কমিটির সম্পাদক সহকারী অধ্যাপক জিন্নাউল আওয়াল, পৌর কমিটির সভাপতি আঃ কাইউম মাস্টার, সম্পাদক ডাঃ সুলতান আহম্মদ প্রমূখ।পরে আশরাফুল ইসলাম আশরাফকে সভাপতি ও সহকারী অধ্যাপক জিন্নাউল আওয়ালকে সম্পাদক করে উপজেলা কমিটি, আব্দুল কাইউম মাস্টারকে সভাপতি ও ডাঃ সুলতান আহম্মদকে সম্পাদক করে রহনপুর পৌর কমিটি গঠন করা হয়।