ধূমকেতু নিউজ ডেস্ক : রাত ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গেই উপকূলীয় অঞ্চল আমতলী ও তালতলী উপজেলার মানুষ সাইক্লোন শেল্টারে আশ্রয় নিচ্ছেন। সোমবার সন্ধ্যায় দুই উপজেলায় ১৭৬টি সাইক্লোন শেল্টার অন্তত ২০ হাজারের অধিক মানুষ আশ্রয় নিয়েছেন।
জানা গেছে, ঘূর্ণিঝড় সিত্রাং উপকূলীয় অঞ্চল আমতলী ও তালতলীকে ৭নং বিপদ সংকেতের খবর শুনে উপকূলের মানুষ আশ্রয় কেন্দ্রে যাওয়া শুরু করেছেন। রাত যতই ঘনিয়ে আসছে তারা ততই সাইক্লোন শেল্টারে আশ্রয় নিচ্ছেন। সোমবার সন্ধ্যায় দুই উপজেলায় ১৭৬টি সাইক্লোন শেল্টার অন্তত ২০ হাজারের অধিক মানুষ আশ্রয় নিয়েছেন।
উপজেলা প্রশাসন সোমবার দুপুরে সাইক্লোন শেল্টারে যেতে মাইকিং করে। মাইকিং শোনার পর থেকেই উপকূলের চর ও নিম্নাঞ্চলের মানুষ আশ্রয় কেন্দ্রে যাওয়ার প্রস্তুতি নেন।
সোমবার সন্ধ্যায় খোঁজ নিয়ে জানা গেছে, সাগর ও পায়রা নদী সংলগ্ন নিদ্রা সকিনা, আশারচর, জলায়ভাঙ্গা, খোট্টারচর, আমখোলা, তালুকদারপাড়া, আগাপাড়া, নিউপাড়া, ফকিরহাট, চরপাড়া, গাবতলী, পচাঁকোড়ালিয়া, বালিয়াতলী, আড়পাঙ্গাশিয়া, পশ্চিম আমতলী, আমুয়ার চর, ঘটখালী, গুলিশাখালী ও হরিদ্রাবাড়িয়ার এলাকার মানুষ আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। সিপিপির স্বেচ্ছাসেবকরা মানুষকে সাইক্লোন শেল্টারে নিয়ে যাচ্ছেন।
গাবতলী গ্রামের ইসহাক হাওলাদার বলেন, পরিবার-পরিজন নিয়ে গাবতলী সাইক্লোন শেল্টারে আশ্রয় নিয়েছি।
আমতলী সিপিপির ইউনিট লিডার মো. রিপন মুন্সি বলেন, পায়রা নদীপাড়ের ঘরে ঘরে গিয়ে মানুষকে সাইক্লোন শেল্টারে যেতে উদ্বুদ্ধ করেছি। বেশ কয়েকজন শিশুকে আশ্রয় কেন্দ্রে পৌঁছে দিয়েছি।
তালতলী উপজেলার গাবতলী সিপিপির ডিপুটি ইউনিট টিম লিডার মো. মাসুম মোল্লা বলেন, গাবতলী সাইক্লোন শেল্টারে তিন শতাধিক মানুষ আশ্রয় নিয়েছে। আরও অনেক লোক আসছেন।
তালতলী উপজেলার ফকিরহাট বাজারের ইউপি সদস্য মো. আব্দুস সালাম হাওলাদার বলেন, সাগর ও পায়রা নদী সংলগ্ন মানুষ সাইক্লোন শেল্টারে আশ্রয় নিয়েছেন।
আমতলী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জামাল হোসাইন বলেন, উপজেলার বিভিন্ন আশ্রয় কেন্দ্রে মানুষ আশ্রয় নিয়েছেন। আশ্রয় নেওয়া মানুষের জন্য শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে।
আমতলী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র মো. মতিয়ার রহমান বলেন, পৌর শহরের সব সাইক্লোন শেল্টারে আশ্রয় নেওয়া মানুষের মাঝে শুকনো খাবার ও খিচুড়ি বিতরণ করা হয়েছে। যতক্ষণ তারা আশ্রয় কেন্দ্রে থাকবেন ততক্ষণ খাবার সরবরাহ করা হবে।
তিনি আরও বলেন, পৌর শহরের আশ্রয় কেন্দ্রগুলোতে অন্তত ৫ হাজার মানুষ আশ্রয় নিয়েছেন।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার এসএম সাদিক তানভীর বলেন, ৩ হাজারের বেশি সিপিপির স্বেচ্ছাসেবক ১৭৬টি সাইক্লোন শেল্টার মানুষকে আশ্রয় নিতে কাজ করছেন। সবাই যাতে আশ্রয় কেন্দ্রে আসেন সেই লক্ষ্যে কাজ করছি।