ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থানার নবাগত ওসি মাহবুবুর রহমান স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।
সোমবার (২৪ অক্টোবর) বিকেলে থানায় এ সভার আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম, রহনপুর রিপোর্টাস ক্লাবের সভাপতি নাহিদইসলাম ও সম্পাদক মনিরুল ইসলাম দোয়েল, গোমস্তাপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি নুর মোহাম্মদ।
আরও উপস্থিত ছিলেন, গোমস্তাপুর মডেল প্রেসক্লাবের সভাপতি আব্দুস সালাম তালুকদার ও সম্পাদক সামিরুল ইসলাম প্রমুখ।
সভায় নবাগত ওসি তার নতুন কর্মস্থলে সকলের সহায়তায় সঠিকভাবে দায়িত্ব পালনে আশাবাদ ব্যক্ত করেন।
প্রসঙ্গত, সম্প্রতি তিনি পাশ্ববর্তী ভোলাহাট থানা থেকে গোমস্তাপুর থানায় যোগদান করেন।