ধূমকেতু প্রতিবেদক, রাণীনগর : নওগাঁর রাণীনগরে রাস্তায় চলাচলকারী চারজন মোটরসাইকেল চালককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুরে উপজেলা সদরে এই অভিযান পরিচালনা করেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, রাস্তায় শৃংখলা ফেরাতে এবং সড়ক দূর্ঘটনার নিয়ন্ত্রণ করতে দুপুরে সদরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এসময় কেউ শিশুসহ একই মোটরসাইকেল চারজন যাত্রী পরিবহন আবার কোন চালকের মাথায় হেলমেট নেই, রেজিষ্ট্রেশন এবং চালক লাইসেন্স নেই এমন অপরাধে সড়ক ও পরিবহন আইন ২০১৮ সালের বিভিন্ন ধারা অনুযায়ী চারজন চালককে মোট এক হাজার ৭০০টাকা অর্থদন্ড করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।