ধূমকেতু প্রতিবেদক, লালপুর : নাটোরের লালপুর উপজেলার ২ নং ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আজিজ রন্জু এর নানা অনিয়মের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে ওই ইউনিয়ন পরিষদের সদস্যরা।
মঙ্গলবার (২৫ অক্টোবর) উপজেলার নিমতলি এলাকার তামান্না মডেল একাডেমী কেজি স্কুলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে ইউপি সদস্য সাজেদুল ইসলাম লিখিত বক্তব্যে জানান, ৪০ দিনের কর্মসূচিতে আত্মীয়করণ, নির্ধারিত লোকের পরিবর্তে কম লোক খাটিয়ে সমস্ত লোকের বিল তুলে নেয়া, জন্ম ও মৃত্যু সনদ, ট্রেড লাইসেন্স সহ বিভিন্ন খাতে অতিরিক্ত অর্থ আদায়, সয়রাত মহল অবৈধ্যভাবে ৪ লাখ ৮০ হাজার টাকায় ইজারাসহ নানা অনিয়মের কথা তুলে ধরে এর সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণের জন্য দাবি করেন তারা। এছাড়া ভূমিহীনদের জন্য প্রধানমন্ত্রীর উপহার রঙিন ঘর যাদের দেওয়া হয়েছে তাদের নিকট থেকে টাকা নেওয়া হয়েছে এবং চেয়ারম্যানের স্বজনদের ঘর দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলেন উপস্থিত ইউপি মেম্বাররা।
এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য রজব আলী,আজাবুল হোসেন ডিলু,মিজানুর রহমান বাচ্চুসহ সংরক্ষিত মহিলা মেম্বার লথিফা বেগম প্রমুখ।
এবিষয়ে ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আজিজ রঞ্জু বলেন, আমার বিরুদ্ধে যা অভিযোগ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন এবং রাজনৈতিক ষড়যন্ত্র।