ধূমকেতু প্রতিবেদক, ধামইরহাট : সারা দেশের ন্যায় নওগাঁর ধামইরহাটে ১ম বারের মত উৎসব মুখর পরিবেশে শিক্ষক দিবস পালিত হয়েছে।
‘শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রুপান্তর শুরু’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে দিবসটি উপলক্ষে উপজেলা চত্বর থেকে একটি র্যালী বের করা হয়।
উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা হলরুমে সরকারি এম এম ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কবি এস এম আব্দুর রউফ এর সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন, জাতীয় সংসদের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শহীদুজ্জামান সরকার এমপি।
আলোচনায় অংশ নেন, উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, অধ্যাপক শহীদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, ওসি মোজাম্মেল হক কাজী, মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার আলী শাহ, একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার, উপজেলা শিক্ষা অফিসার আজমল হোসেন।
আরও অংশ নেন, চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম খেলাল ই রব্বানী, সরকারি উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক মুকুল হোসেন, মাদরাসা শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ মাওলানা মতিউর রহমান প্রমুখ।