ধূমকেতু প্রতিবেদক, রায়গঞ্জ : সামান্য একটু বৃষ্টি হলেই রাস্তাটি কাদা পানিতে একাকার হয়ে যায়। আবার একটু রোদ হলেই রাস্তাটি ধূলোই একাকার হয়ে পড়ে। ফলে যাতায়াতের চরম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এলাকাবাসীকে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সিরাজগঞ্জ সদর গারদহ হাওয়ালদার পাড়া হয়ে রায়গঞ্জ উপজেলার বামনবাগ, কুটারগাতী, ভাতারিয়া ও চানপুর পর্যন্ত রাস্তাটি পাকা না হওয়ায় গ্রামের সহস্রাধিক মানুষকে অবনীয় দূর্ভোগ পোহাতে হচ্ছে। রাস্তাটি পাকা করার জন্য দীর্ঘদিন ধরেই দাবি জানিয়ে আসছে এলাকাবাসী।
উপজেলার বামনবাগ গ্রামের ফরিদুল ইসলাম জানান, এলাকার অধিকাংশ মানুষ কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে থাকে। অত্র এলাকার যাতায়াতের একমাত্র রাস্তাটি কাচা হওয়ায় হাট বাজারে কৃষি পণ্য নিয়ে যেতে স্থানীয় বাসিন্দাদের চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। বামনবাগ, কুটাঁরগাতী, ভাতারিয়া ও চানপুর এলাকার ছেলে-মেয়েরা এই কাচা রাস্তা ব্যবহার করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত করে থাকে। এ এলাকার অধিকাংশ মানুষ কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে।
এদিকে কুটাঁরগাতী দাখিল মাদ্রাসার সহকারি শিক্ষক আব্দুস সাত্তার বলেন, এই এলাকার অনেক শিক্ষার্থী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করে। রাস্তাটি কাচা হওয়ায় অটোরিক্সা বা ভ্যান পাওয়া যায় না। আর পাওয়া গেলেও এই রাস্তা দিয়ে জীবনের ঝুঁকি নিয়েই চলাচল করতে হয়। এমতাবস্থায় অনতিবিলম্বে উক্ত রাস্তাটি পাকা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোড় দাবি জানিয়েছেন এলাকাবাসী।


