ধূমকেতু প্রতিবেদক, রায়গঞ্জ : সিরাজগঞ্জের রায়গঞ্জের ৮ নং পাঙ্গাসী ইউনিয়নের নিম্নআয়ের পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য দ্বিতীয় দিনের মতো শুক্রবার (৪ নভেম্বর) বিতরণের মধ্য দিয়ে শেষ করা হয়েছে।
এর আগে ৩ রা নভেম্বর বৃহস্পতিবার সকালে ইউনিয়ন পরিষদ চত্বরে (টিসিবির) পণ্য বিক্রি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলার ৮ নং পাঙ্গাসী ইউপি চেয়ারম্যান ও অধ্যক্ষ রফিকুল ইসলাম নান্নু।
গত দু’দিন টিসিবির পণ্য কিনতে দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতে দেখা গেছে কার্ডধারীদের। তবে দীর্ঘ সময় অপেক্ষার পরও পণ্য হাতে পাওয়ার পর অনেকের মুখে হাসি ফুটতেও দেখা গেছে।
টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম নান্নু, ইউপি সচিব, গ্রাম-পুলিশ ও ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দসহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ।


