ধূমকেতু প্রতিবেদক, ধামইরহাট : নওগাঁর ধামইরহাটে ভালনারেবল উইমেন বেনেফিট (ভিডব্লিউবি) কর্মসূচির আওতায় ২০২৩-২৪ চক্রের উপকারভোগী নির্বাচন সংক্রান্ত উপজেলা পর্যায়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) দুপুর ১২ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে ইউএনও আরিফুল ইসলামের সভাপতিত্বে অবহিতকরণ সভায় বক্তব্য রাখেন, কর্মসূচি বাস্তবায়ন কমিটির উপদেষ্টা উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. স্বপন কুমার বিশ্বাস, পল্লী বিদ্যুতের ডিজিএম শাহীন কবির, পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল গনি।
এসময় উপস্থিত ছিলেন, কৃষি অফিসার তৌফক আল জুবায়ের, মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার আলী শাহ, সমাজসেবা অফিসার সোহেল রানা, প্যানেল মেয়র মুক্তাদিরুল হক, ইউপি চেয়ারম্যান ওসমানগনি, ওবায়দুল হক, গোলাম কিবরিয়া, এটিএম বদিউল আলম।
আরও উপস্থিত ছিলেন, ভিডব্লিউবি কর্মসূচি কমিটির সদস্য সচিব ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আতাউর রহমান, ভারপ্রাপ্ত পরিবার পরিকল্পনা কর্মকর্তা বেদারুল ইসলাম প্রমুখ।