ধূমকেতু প্রতিবেদক, মান্দা : ‘শেখ হাসিনার বারতা, নারী-পুরুষ সমতা’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে নওগাঁর মান্দায় ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) ২০২৩-২৪ চক্রের উপজেলা পর্যায়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়ছে।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) দুপুরে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু বাক্কার সিদ্দিকের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান এমদাদুল হক মোল্লা, ভাইস চেয়ারম্যান মাহবুবা সিদ্দিকা রুমা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বিজয় কুমার রায়, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা রানী পাল, তথ্য আপা সিরাজুম মনিরা।
এসময় উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান নওফেল আলী মণ্ডল, শফিকুল ইসলাম বাবুল চৌধুরী, আনিছুর রহমান ও গোলাম মোস্তফা, মান্দা প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম প্রমুখ।
সভায় উপজেলার ১৪ ইউনিয়নের সচিবগণ উপস্থিত ছিলেন।