ধূমকেতু প্রতিবেদক, বাগাতিপাড়া : “বিদ্যুৎ ও পানির অপচয় রোধ করি” এই স্লোগানকে সামনে রেখে ৪৪ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৩ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসনিক ভবনের সামনের মাঠে এর উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।
উপজেলা প্রশাসনের উদ্যোগে ইউএনও (ভারপ্রাপ্ত) সুরাইয়া মমতাজ’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পল্লী বিদ্যুৎ বাগাতিপাড়া সাব জোনাল অফিসের এজিএম মনজুর রহমান, উপজেলা প্রেসক্লাব’র আহ্বায়ক আরিফুল ইসলাম তপু।
আরও উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আহাদ আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম ঠান্ডু ও সহ-সভাপতি দ্বিপক কুমার কুন্ডু প্রমুখ।
শেষে ৬ জন দরিদ্র অসুস্থ্য মানুষের চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ লক্ষ ৯০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।