ধূমকেতু প্রতিবেদক, জয়পুরহাট : জয়পুরহাটে ধান ক্ষেত ও পুকুর থেকে দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সকালে সদর উপজেলার নুরপুর ও ক্ষেতলাল উপজেলার ইটাখোলা এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন, জয়পুরহাট সদর উপজেলার নুরপুর গ্রামের আবুল হোসনের ছেলে শহীদুল ইসলাম (৪৮), ক্ষেতলাল উপজেলার মালিগাড়ী গ্রামের দিনু মিয়ার ছেলে জালাল উদ্দিন (৭৫)।
জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম বলেন, সকালে নুরপুর এলাকার কয়েকজন কৃষক মাঠে কাজ করতে যাওয়ার সময় রাস্তার পাশে ধান ক্ষেতে একটি লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠায়।
অপরদিকে, ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক জাহিদ বলেন, মানসিক ভারসাম্যহীন ছিলেন জালাল উদ্দিন। সকালে ইটাখোলা এলাকায় একটি পুকুরের লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। পুলিশের ধারণা পুকুরে পানিতে ডুবে মারা যেতে পারে।